নিষেধাজ্ঞার শেষ দিনে জব্দ ৭ মণ ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:১২ পিএম, ২৫ অক্টোবর ২০২১

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২৮০ (সাত মণ) কেজি ইলিশ ও ৪০ কেজি পাঙাশসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ভোলার রামদাসপুর মেঘনা নদী থেকে এসব মাছ জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

jagonews24

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা তাহসিন রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোলায় ১৯০ কিলোমিটার এলাকার নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এছাড়া এ সময় মাছ পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজার জাত, মজুতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। আজ রাতে ১২টার পর সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।