ঘরে পুষছিলেন চন্দ্রবোড়া, উদ্ধার করলো বিজিবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০২১

যশোরের বেনাপোলে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে পোর্ট থানার বারপোতা গ্রামের একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের ছেলে ইনামুল গাছ কাটার সময় সাপটি পেয়ে পোষার জন্য বাড়িতে নিয়ে আসেন। পরে জানাজানি হলে বিজিবি সদস্যরা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

ইনামুলের মা জানান, তিনদিন ধরে সাপটি ঘরে রেখেছে ইনামুল। সাপটি তার কাছ থেকে ২-৪ লাখ টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন কিন্তু সে বিক্রি করবে না বলে জানিয়ে দেয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটি খুবই বিষাক্ত। দ্রুত সময়ের মধ্যে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।