দৌলতখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন অমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:০৩ এএম, ২৭ অক্টোবর ২০২১

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন ভোলার দৌলতখানের চর খলিফা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শামীম হোসেন অমি চৌধুরী।

মঙ্গলবার (২৬ অক্টোবর) একমাত্র প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাহার করায় তিনি বিজয়ী হচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী।

তিনি জানান, ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দৌলতখান উপজেলার চর খলিফা, চর পাতা, মেদুয়া, মদনপুর, ভবানীপুর, দক্ষিণ জয়নগর ও উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চর খলিফায় একজন, চর পাতায় দুজন, মেদুয়ায় একজন, মদনপুরে একজন ও দক্ষিণ জয়নগরে একজনসহ মোট ছয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়াও সাত ইউনিয়নের ২৫ জন সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।