ইভিএমে ভোট দিয়ে কাঁদলেন ইদ্রিস আলী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০২ নভেম্বর ২০২১

হাতে বাজার করার একটি সাদা ব্যাগ ও বাঁশের লাঠি। গলায় গামছা ঝুলানো। তপ্ত রোদেও গায়ে শীতের জ্যাকেট। আরেক হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

এভাবেই দিনাজপুরের ঘোড়াঘাট আরসি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘোরাঘুরি করতে দেখা গেলো ইদ্রিস আলীকে। জীবনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে খুশিতে কেঁদে ফেলেছেন তিনি।

ইদ্রিস আলী জাগো নিউজকে বলেন, ‘আমার জীবনের ইচ্ছা পূরণ হয়েছে। এটাই বুঝি ডিজিটাল বাংলাদেশ। আমি ইভিএমে ভোট দিয়েছি। তবে কীভাবে ভোট দেবো বুঝতে পারছিলাম না। পরে অফিসারদের সহযোগিতায় আমি নিজেই ভোট দিয়েছি।’

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনের ঘোড়াঘাট আরসি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথাগুলো বলেন ইদ্রিস আলী। এসময় তার দু’চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কেন্দ্রে ১৭৮০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৮৫৮ জন পুরুষ এবং ৯২২ জন নারী ভোটার।

ঘোড়াঘাট আরসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ভোট সুষ্ঠু হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়নি।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।