মেয়র পদে এমপির ভাই-ছেলে-ভাতিজির লড়াই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৩ নভেম্বর ২০২১
বর্তমান মেয়র আব্দুল বাতেন ও তার ভাতিজা অ্যাডভোকেট আসিফ সামস রঞ্জন

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল হক টুকুর ভাই, ভাতিজা ও ভাতিজিসহ ছয়জন মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষদিন মঙ্গলবার (২ নভেম্বর) আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বর্তমান মেয়র আব্দুল বাতেন, তার ভাতিজা কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আসিফ সামস রঞ্জন, ভাতিজি সাখিয়া আলম মনোনয়ন দাখিল করেন।

মঙ্গলবার রাতে পাবনা জেলা নির্বাচন অফিসার মাহববুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বর্তমান মেয়র আব্দুল বাতেন সংসদ সদস্য শামছুল হক টুকুর আপন ছোট ভাই। আর অ্যাডভোকেট রঞ্জন শামছুল হক টুকুর ছেলে। সাখিয়া আলম হলেন শামছুল হক টুকু ও আব্দুল বাতেনের বড় ভাই মরহুম বদিউল আলমের মেয়ে।

বেড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- ডা. এম এ আউয়াল, ফজলুর রহমান মাসুদ ও মো. আব্দুল্লাহ। ১০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। ২৮ নভেম্বর নির্বাচন অনষ্ঠিত হবে।

আমিন ইসলাম জুয়েল/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।