ফরিদপুরে গাড়ি চাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী-সন্তান
ফরিদপুরের মধুখালীতে প্রাইভেট গাড়ির চাপায় সোহানা আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী নিজাম মুন্সি (৩৪) ও শিশু কন্যা ছুবা (৫)।
নিহত সোহানা উপজেলার আড়কান্দী গ্রামের বাসিন্দা। আর তার স্বামী নিজাম মুন্সির বাড়ি ফরিদপুর সদরের রহিমপুর এলাকায়।
বুধবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌর সদরে আলতু খান জুট মিলের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে অটোতে করে মধুখালী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন নিজাম মুন্সি। এসময় একটি প্রাইভেট গাড়ি পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই গৃহবধূ সোহানা মারা যান। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/জেডএইচ/