লক্ষ্মীপুরে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় পদ হারালেন আ’লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:১৫ এএম, ০৫ নভেম্বর ২০২১
অব্যাহতি পাওয়া আওয়ামী লীগ নেতা ডালিম কুমার দাস শ্রীপদ।

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা ডালিম কুমার দাস শ্রীপদকে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন ও সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়। কিন্তু ডালিম কুমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজুর (মোটরসাইকেল) পক্ষে কাজ করেন। এতে দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা ভঙ্গ করেছেন ডালিম কুমার। দলীয় গঠনতন্ত্রের ৪৮ (৯) ধারা অনুযায়ী সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে এ ইউনিয়নে নির্বাচন হবে ১১ নভেম্বর। চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাজল কায়েস/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।