সাতক্ষীরায় আওয়ামী লীগের ৯ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৫ নভেম্বর ২০২১

দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ৯ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এসব নেতাদের কাছে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদের সই করা বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- সদর উপজেলার কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম, বাশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন ইসলাম পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালি ও ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।