গণপরিবহন বন্ধ থাকলেও চলছে ট্রাক-কাভার্ডভ্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ নভেম্বর ২০২১

তেল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে ট্রাক-কাভার্ডভ্যান।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে টাঙ্গাইল থেকে কোনো বাস ছেড়ে না গেলেও সড়কে ট্রাক ও কাভার্ডভ্যান দেখা গেছে। সড়কে বাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

tangail

সরজমিনে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে অসংখ্য পণ্যবাহী ট্রাক, ক্যাভার্ডভ্যানসহ কিছু সংখ্যক দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।

tangail

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, সরকার প্রতি লিটার ডিজেলের ১৫ টাকা দাম বাড়িয়েছেন। তবে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হবেন মালিকরা। এ কারণে শ্রমিক-মালিকদের সমন্বয়ে পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।