ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি হুইলার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৬ নভেম্বর ২০২১

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের দ্বিতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করেনি দূরপাল্লার কোনো বাস। ফলে ফাঁকা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি হুইলার ও লেগুনা।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই মহাসড়কের মির্জাপুরের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। বাস না থাকায় রিকশা, সিএনজি, অটোরিকশা, লেগুনায় যাতায়াত করে সাধারণ মানুষ। আর সুযোগ বুঝে পরিবহনগুলো আদায় করছে অতিরিক্ত ভাড়া। ফলে যাত্রীদের একপ্রকার বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় কর্মস্থল ও গন্তব্যে যেতে দেখা যায়।

jagonews24

মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড, পুষ্টকামুরী চড়পাড়া, দেওহাটা, ধল্যা ও পাকুল্যা এলাকা ঘুরে দেখা গেছে, পণ্যবাহী ট্রাক ও ক্যাভার্ডভ্যান চলাচল করছে। মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম থাকায় দাপিয়ে বেড়াচ্ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও লেগুনা। হাইওয়ে পুলিশের টহল না থাকায় নিষিদ্ধ এসব থ্রি হুইলার অবাধে চলাচল করছে বলে জানা গেছে।

jagonews24

সিএনজি চালিত অটোরিকশা চালক ওমর আলী, কাদের মিয়া, খোরশেদ আলম বলেন, টাঙ্গাইল থেকে প্রত্যেকেই ৩০০ টাকা ভাড়ায় পাঁচজন করে যাত্রী নিয়ে মির্জাপুরে এসেছি।

গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক বলেন, ধর্মঘটের প্রথম দিন শুক্রবার নিষিদ্ধ থ্রি হুইলারের বিরুদ্ধে ১১টি ও দ্বিতীয় দিন শনিবার আটটি মামলা হয়েছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে বিভিন্ন স্থানে টহলে রয়েছে।

এস এম এরশাদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।