ফরিদপুরে ৫ শতাধিক ঢাল-বল্লম-টেঁটা জব্দ, কারাগারে ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৮ নভেম্বর ২০২১

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে বেশকিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় নির্বাচনী সহিংসতা রোধে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

dhal1

রোববার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বেত ও টিনের তৈরি ঢাল, বল্লম, কাতরা, টেঁটা, কালি, চাপাতি, রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল, বাঁশ ও কাঠের লাঠিসহ পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্র রাখা ও সরবরাহের অপরাধে আটজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সালথা থানায় আটটি মামলা হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান জাগো নিউজকে বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরও অস্ত্র জব্দ ও গ্রেফতারের লক্ষ্যে তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে তিনি জানান।

এন কে বি নয়ন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।