মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সামনে মিথ্যা তথ্য দেবেন না: শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৯ নভেম্বর ২০২১

আপনারা যারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সামনে তথ্য-স্বাক্ষ্য দিতে উপস্থিত হয়েছেন, তারা কোনো প্রকার মিথ্যা তথ্য বা স্বাক্ষ্য দেবেন না। এমন কাজ করে দেশ-জাতির ক্ষতি করবেন না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এসব কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, আপনাদের কাছে অনুরোধ, সঠিক ও প্রকৃত তথ্য উপস্থাপন করবেন। মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত ও যাচাই-বাছাইকরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের জানুয়ারি মাসে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করতে বোয়ালমারী উপজেলার ৪৪ ও আলফাডাঙ্গা উপজেলার ৩৪ জনসহ মোট ৭৮ জনের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠানো হয়। তালিকায় পাঠানো ব্যক্তিদের বিষয়ে বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, নওয়াবউদিন আহমেদ টোকন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আওলাদ আলী মৃধা প্রমুখ।

এন কে বি নয়ন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।