বিরিয়ানি খাওয়াতে গিয়ে বিপাকে প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২২ এএম, ০৯ নভেম্বর ২০২১

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের জন্য খাবারের আয়োজন ভেস্তে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সদস্য প্রার্থীর। পরে সেই বিরিয়ানি পাঠিয়ে দেয়া হয় কয়েকটি এতিমখানায়। আর প্রার্থীকে দিতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সোমবার দুপুরে টোক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শফিকুল ইসলামের পক্ষে টোকনগর এলাকায় ভোটের প্রচারণা ও দেড় সহস্রাধিক ভোটারের জন্য খাবারের আয়োজন করা হয়।

বিরিয়ানি খাওয়াতে গিয়ে বিপাকে প্রার্থী

কিন্তু সেখানে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আয়োজনে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাতটি পাতিলে রান্না করা সকল খাবার স্থানীয় পাঁচটি এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।