স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৯ নভেম্বর ২০২১

ফরিদপুর সদরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- ফরিদপুর সদরের আইজুদ্দিন ডাঙ্গী এলাকার শুকুর শেখের ছেলে আকাশ শেখ (১৮), সদরের পূর্বডাঙ্গী এলাকার আব্দুল রাজ্জাক শেখের ছেলে শিপন শেখ (১৯) ও ১৭ বছরের এক কিশোর।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানাধীন সুলতান নগর ডাঙ্গা এলাকার ১৩ বছরের এক স্কুলছাত্রী রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে গেলে আকাশ শেখ তার তিন-চারজন সঙ্গী নিয়ে কিশোরীকে মুখ চেপে ধরে ইজিবাইকে তুলে নিয়ে যায়। পার্শ্ববর্তী চর মাধবদিয়া ইউনিয়নের আসির উদ্দিন মুন্সী ডাঙ্গী এলাকা সংলগ্ন হাওরের শ্যালো মেশিন ঘরে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ধর্ষণের পর কিশোরীকে মুমূর্ষু অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায় তারা। পরে কিশোরী বাড়িতে গিয়ে তার মার কাছে সব ঘটনা বলে। স্বজনরা কিশোরীকে চিকিৎসার জন্য ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর সদর সার্কেল সুমন চন্দ্র সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।