সিরিয়াল নিয়ে বিতণ্ডা, নাটোর হাসপাতালের কর্মচারীর ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৯ নভেম্বর ২০২১

নাটোর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রবিউল আওয়ালের অফিস সহায়ক সুজন চন্দ্র দাসকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়েছে। সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডার জেরে আল আমিন নামের এক যুবক তাকে আঘাত করেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে হাসপাতালের ভেতরে রবিউল আওয়ালের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আল আমিন নাটোর হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের দিকে নাটোর সদর হাসপাতালে যান আল আমিন। তিনি কোনো সিরিয়াল ছাড়াই মেডিসিন বিশেষজ্ঞ রবিউল আওয়ালের সঙ্গে দেখা করতে চান। এসময় অফিস সহায়ক সুজন চন্দ্র দাস বাধা দিলে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আল আমিন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, সংবাদ পেয়ে নাাটোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে হাসপাতালের পরিস্থিতি স্বাভাব্কি রয়েছে।

নাটোর আধুনিক সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. পরিতোষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আহত অফিস সহায়ক সুজন চন্দ্র দাস হাসপাতালে চিকিৎসাধীন।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।