যশোরে ফেনসিডিলসহ ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৯ নভেম্বর ২০২১

যশোরের ঝিকরগাছায় ফেনসিডিলসহ জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান টুকুকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) গভীর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন স্বর্ণপট্টি থেকে দুই সহযোগীসহ টুকুকে আটক করা হয়।

আটক টুকু যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নাভারণ জাওলা পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তার দুই সহযোগী হলেন- নাভারণ জাওলা পাড়া গ্রামের ইমামুল হোসেন (২৫) ও মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের সোহাগ পারভেজ (২৮)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে ঝিকরগাছা ব্রিজ এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ টুকু ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের আদালতের সোপর্দ করা হয়েছে।

মিলন রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।