মির্জাপুরে স্ত্রী শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে জখম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১০:২৭ এএম, ১২ নভেম্বর ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে সাইফুল ইসলাম নামে এক যুবক স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার সোহাগপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন- সাইফুলের স্ত্রী সুমাইয়া আক্তার, শাশুড়ি নাছিমা বেগম ও শ্যালিকা শিমু আক্তার।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান অভিযুক্ত সাইফুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে সাইফুল তিনজনকে কুপিয়ে আহত করেছে তা এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা চলছে।

এস এম এরশাদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।