ঝিকরগাছায় নৌকার ফল ভালো হলেও ভরাডুবি চৌগাছায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৫০ এএম, ১২ নভেম্বর ২০২১

যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগ সমর্থিত আটজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলেও ভরাডুবি হয়েছে চৌগাছায়। বিদ্রোহীদের কারণে দুই উপজেলাতেই নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আটটিতে আওয়ামী লীগ, দুইটিতে বিদ্রোহী প্রার্থী ও একটিকে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাকি নয়টি ইউনিয়নের ভোটে তিনটিতে

নৌকার প্রার্থী, চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মাসুদ হাসান পলাশ।

ফলাফলে যশোরের ঝিকরগাছায় দ্বিতীয় ধাপে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটজন আওয়ামী লীগ মনোনীত এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- গঙ্গানন্দপুর ইউনিয়নে আমিনুর রহমান (নৌকা), মাগুরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা), শিমুলিয়া ইউনিয়নে মতিয়ার রহমান সরদার (নৌকা), গদখালী ইউনিয়নে শাহজান আলী (চশমা, আওয়ামী লীগের বিদ্রোহী), পানিসারা ইউনিয়নে জাকির হোসেন পিপুল (আনারস, আওয়ামী লীগের বিদ্রোহী), ঝিকরগাছা ইউনিয়নে আমীর হোসেন (নৌকা), নাভারণ ইউনিয়নে শাহাজান আলী (নৌকা), নির্বাসখোলা ইউনিয়নে খায়রুজ্জামান (নৌকা), হাজিরবাগ ইউনিয়নে আতাউর রহমান মিন্টু (নৌকা), শংকরপুর ইউনিয়নে গোবিন্দ কুমার চ্যাটার্জি (নৌকা) ও বাঁকড়া ইউনিয়নে আনিস উর রহমান (মোটরসাইকেল, স্বতন্ত্র)।

jagonews24

এদিকে, চৌগাছায় আওয়ামী লীগের বিদ্রোহীদের কারণেই নৌকার ভরাডুবি হয়েছে বলে মনে করছেন ভোটাররা। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী বিজয়ী হয়। বৃহস্পতিবার ভোটগ্রহণে বাকি ৯টির মধ্যে তিনটিতে নৌকার প্রার্থী এবং ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

উপজেলার পাশাপোল ইউনিয়নে নৌকার অবাইদুল ইসলাম সবুজ সাত

হাজার ৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব পেয়েছেন দুই হাজার ৬১০ ভোট। সিংহঝুলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হামিদ মল্লিক চার হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার রেজাউর রহমান রেন্দু পেয়েছেন এক হাজার ৫৮৭ ভোট। ধুলিয়ানি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মোমিনুর রহমান বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী আলাউদ্দীন এবং নৌকার আব্দুস সবুর তৃতীয় হয়েছেন। জগদীশপুর ইউনিয়নে প্রবীণ আওয়ামী

লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম চার হাজার ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার তবিবর রহমান খান পেয়েছেন চার হাজার ৮২ ভোট। পাতিবিলা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার তরিকুল ইসলাম পরাজিত হয়েছেন। হাকিমপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার মামুন

কবির। স্বরুপদাহ ইউনিয়নে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী নুরুল কদর নির্বাচিত হয়েছেন। নুরুল কদর পেয়েছেন চার হাজার ৩৬০ ভোট। নৌকার প্রার্থী পেয়েছেন চার হাজার ৩৯ ভোট। নারায়ণপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলামকে পরাজিত করে নৌকার শাহিনুর রহমান শাহিন জয়ী হয়েছেন। সুখপুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার নুরুল ইসলামকে

পারাজিত করে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি বিজয়ী হয়েছেন। নৌকার প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৫৫৪ ভোট এবং বিদ্রোহী প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৪৪৩ ভোট।

মিলন রহমান/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।