বিজিবির ধাওয়ায় ১৮ কেজি গাঁজা ফেলে পালালেন মাদককারবারিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ নভেম্বর ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার পূর্বফুলমতি এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা শুক্রবার রাতে পূর্বফুলমতি এলাকায় একদল মাদককারবারিকে লক্ষ্য করে ধাওয়া দেয়। এসময় মাদককারবারিরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, সীমান্তে মাদক উদ্ধারের পর বিজিবি বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

মো. মাসুদ রানা/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।