উল্লাপাড়ায় স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) দুপুরের উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল (৩৫) ও সাকিলকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ও রনি (২৩), মিলন (২২), মোছা. লতা খাতুনসহ (৪৫) ছয়জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন জানান, দুপুরে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে বসে প্রচারণার জন্য বিভিন্ন এলাকায় কর্মী পাঠানো হচ্ছিল। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসানের নেতৃত্বে ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের মারধর করেন।

এসময় তারা নির্বাচনী ক্যাম্পের ২০-২৫টি চেয়ার ভাঙচুর ও আল-আমিন সরকারের কর্মীদের মারধর করা হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটজন আহত হয়েছেন।
স্বতন্ত্রপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আল আমিন সরকার বলেন, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এলাকার মানুষের পাশে থেকেছি। ব্যাপক উন্নয়ন করেছি। এবারও আমি প্রার্থী হয়েছি। আমার পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসানের নেতৃত্বে হামলা চালিয়ে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ৮-১০ জন কর্মীকে মারধর করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানিয়েছি।
অভিযোগ অস্বীকার করে পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম রাশেদুল হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। স্বতন্ত্রপ্রার্থী আল-আমিন সরকার নিজের সমর্থককে ব্লেড দিয়ে মাথা কেটে হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেদ গনি বলেন, নির্বাচনী ক্যাম্পে হামলার চালিয়ে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস