৩৩৩ নম্বরে ফোন পেয়ে বিয়ে দিলেন ইউএনও!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৪ নভেম্বর ২০২১

ফরিদপুরের সালথায় ৩৩৩ নম্বর থেকে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। বিয়ে বাড়িতে তাকে দেখে হতভম্ব হয়ে যান মেয়ের বাবা-মা স্বজন ও প্রতিবেশীরা।

সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে জানা যায় মেয়ের বয়স ১৯ বছর। এতে কিছুটা বিব্রত হন ইউএনও। পরে তার নির্দেশে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

jagonews24

এ বিষয়ে সালথার ইউএনও মোছা. তাছলিমা আকতার বলেন, ৩৩৩ নাম্বারে কেউ হয়তো বাল্যবিয়ের ভুল তথ্য দেন। এমন ভুল তথ্য দিয়ে হয়রানি না করতে অনুরোধ জানাচ্ছি।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।