সুনামগঞ্জে এক লাখ রুপিসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৪ নভেম্বর ২০২১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় এক লাখ রুপিসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ নভেম্বর) সকালে বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আনোয়ার হোসেন (২৬) ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বাংলাবাজার বিওপির টহল দল রোববার সকালে কলাউড়া মাঠ থেকে আনোয়ার হোসেনকে ৯৯ হাজার ৮০০ রুপি ও ৬৭ হাজার ৫০০ টাকাসহ আটক করে। পরে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, আটক আনোয়ার হোসেনকে সোমবার আদালতে পাঠানো হবে।

লিপসন আহমেদ/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।