টাঙ্গাইলে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার পাকুটিয়া বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রক্তিপাড়া নয়াবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৪৫) ও গাংগাইর পূর্বপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে নাছিমা বেগম (৪৫)।

অপরদিকে আহতরা হলেন- গাংগাইর বেকারকোনা গ্রামের চাঁন মিয়ার ছেলে ভ্যানচালক আব্দুল মালেক (৩০) ও গাংগাইর পশ্চিমপাড়া গ্রামের মৃত আমান আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩৫)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে বিনিময় পরিবহনের দুটিবাস তীব্রগতিতে যাচ্ছিলো। গাড়ি দুটি পাকুটিয়া বাজার সংলগ্ন বটতলীতে পৌঁছালে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রীরা রাস্তায় পড়ে গেলে তাদের ওপর দিয়েই গাড়িটি অতিক্রম করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের স্বজনরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।