সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৬ নভেম্বর ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জে হেরোইন বেচাকেনার দায়ে মাসুদ রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ পশ্চিমপাড়া মহল্লার মৃত হিরু শেখের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৪ এপ্রিল রাত ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর এলাকার সয়াগোবিন্দ চিড়ার মিল এলাকা থেকে ২৭ গ্রাম হেরোইনসহ মাসুদ রানাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় এসআই মনজুর কাদের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।