সীমান্ত থেকে আসা চার হাতি নিয়ে আতঙ্কে তাহিরপুরবাসী
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারতীয় সীমান্ত অতিক্রম করে চারটি বন্যহাতি বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সীমান্তের বারেকটিলা এলাকা দিয়ে হাতি চারটি প্রবেশ করে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে হাতি প্রবেশের খবর চারদিকে ছড়িয়ে পড়লে বারেকা টিলায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সীমান্তের বারেকটিলা এলাকা দিয়ে হাতি চারটি ঢুকে স্থানীয় বাসিন্দা আরশাদ ফকিরের আলুক্ষেত ও শামসু মিয়ার ধানের জমির ক্ষতি করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে বিজিবি, পুলিশ ঘটনাস্থলে আসে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, বারেকটিলার জঙ্গলে তিনটি বড় ও একটি ছোট হাতি অবস্থান করছে। হাতিগুলোকে বিরক্ত না করার জন্য সবাইকে অনুরোধ করেছি।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতিগুলো বারেকটিলা এলাকায় অবস্থান করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির বলেন, ঘটনাটি শুনেছি। এরই মধ্যে জেলা প্রশাসক, বনবিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। হাতিগুলো নিজ থেকে চলে গেলে ভালো। তা নাহলে সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
লিপসন আহমেদ/এসআর/এএসএম