যশোরে তাঁতী লীগ নেতা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৮ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছেন তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকন (৩৫)। বুধবার (১৭ নভেম্বর) রাতে শহরের মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত কাকন শহরের বারান্দি বারান্দি মাল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে।

মৃতের ছোট ভাই রিফাত জানান, রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম, আব্দুর রহমান কাকনের কোনো প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করতে পারে। ঘটনার পর আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

মিলন রহমান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।