রাতভর আগুন জ্বেলে হাতি তাড়ালেন গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৮ নভেম্বর ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ টিলা গ্রামে সারারাত পাহারা দিয়ে হাতি তাড়িয়েছেন গ্রামবাসী। বুধবার (১৭ নভেম্বর) রাতে পুরো গ্রামের সব বাড়ির সামনে আগুন জ্বালিয়ে তারা হাতিকে ভয় দেখিয়ে তাড়ান।

খোঁজ নিয়ে জানা যায়, ভারত সীমান্তের মেঘালয় রাজ্য থেকে মঙ্গলবার রাতে চারটি হাতি বাংলাদেশ সীমান্তের বড়গোপ টিলা জঙ্গলে এসে অবস্থান করে। পরের দিন বুধবার সকালে হাতিগুলো জঙ্গলে অবস্থান করছে এমন সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক পুলিশ ও বিজিবি সেখানে গিয়ে হাতিগুলোকে বিরক্ত না করার অনুরোধ জানায়।

jagonews24

গ্রামবাসী বলেন, আমরা সীমান্ত এলাকার মানুষ যখন শুনেছি হাতি আমাদের বাড়ির পাশে বড়গোপ টিলা জঙ্গলে অবস্থান করছে তখন থেকে আমরা ছেলে-মেয়ে নিয়ে খুব আতঙ্কে ছিলাম। তবে গতকাল সারারাত আমরা পুরো গ্রামের মানুষ না ঘুমিয়ে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে রাখি কারণ হাতি আগুন ভয় পায়। তাই আমরা পুরো গ্রামের মানুষ সবার বাড়ির সামনে আগুন জ্বালিয়ে রাখি। পরে রাত ৪টার দিকে হাতিগুলো উত্তর জঙ্গল ধরে মেঘালয় রাজ্যের সীমান্তের জঙ্গলে চলে যায়।

বড়গোপ টিলার বাসিন্দা চন্দনা বেগম জাগো নিউজকে বলেন, আমরা খুব আতঙ্কিত ছিলাম, সারা রাত ঘুমাইনি হাতির ভয়ে।

ছাত্তার মিয়া বলেন, সারারাত আমরা পুরো গ্রামের মানুষ না ঘুমিয়ে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে রেখেছি। পরে হাতিগুলো জঙ্গলের উত্তর পথ ধরে ভারতের মেঘালয় রাজ্যে চলে যায়।

jagonews24

বড়গোপ টিলার বাসিন্দা সিজিনা বেগম জাগো নিউজকে বলেন, আমরা সীমান্ত এলাকার মানুষ। সব সময় আমরা আতঙ্কে থাকি। হাতি বাড়ির পাশের জঙ্গলে আসার পর আমরা খুব আতঙ্কিত ছিলাম কিন্তু এখন হাতি চলে গেছে। আমরা শান্তির নিশ্বাস ফেলেছি।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জাগো নিউজকে বলেন, সকালে বিজিবি আমাদের জানিয়েছে হাতিগুলো উত্তরের জঙ্গল ধরে সীমান্তের তারকাঁটার বেড়া ভেঙে ভারত সীমান্তের মেঘালয় রাজ্যের জঙ্গলে চলে গেছে।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।