যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সচিবের অপসারণ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২১ নভেম্বর ২০২১

যশোর শিক্ষাবোর্ডের ৩৮টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় বোর্ড চেয়ারম্যান ও সচিবের অপসারণের দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এ দাবিতে রোববার (২১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি দেওয়ার সময় বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে বোর্ড চেয়ারম্যান, সচিবসহ জড়িতদের প্রত্যাহার করা উচিত। একইসঙ্গে চলতি মাসের মধ্যেই দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগ ও জালিয়াতির টাকা উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ইসরারুল হক, বাসদ যশোর জেলা শাখার সদস্য শাহজাহান আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সদস্য কামাল হোসেন পলাশ প্রমুখ।

মিলন রহমান/এসআর

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।