দোকানে ঢুকে জুয়েলারি ব্যবসায়ীর বুকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় দোকানে ঢুকে প্রকাশ্যে মৃত্যুঞ্জয় সিংহ (৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্ত। বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছার কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মৃত্যুঞ্জয় সিংহকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

আহতের ছেলে অভিজিৎ সিংহ বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আমাদের জুয়েলারি দোকানে ঢুকে বাবার বুকের বাম
পাশে ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় পাশের দোকানে থাকা লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, একজন ছুরিকাঘাত করে দ্রুত দোকান থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকা একজনের মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যান। তবে তারা দোকান থেকে কোনো অলংকার নিয়েছে কি-না তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে বাবাকে হত্যাচেষ্টা করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ছুরি মেরে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।