নোয়াখালীতে তিন মাইক্রোসহ আটক ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২০ এএম, ২৮ নভেম্বর ২০২১

নোয়াখালীর সেনবাগে তিনটি মাইক্রোবাসসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেনবাগ পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে বসানো পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো প্রার্থীর পক্ষে নাশকতার উদ্দেশে তারা একত্রিত হতে চেয়েছিল।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী জানান, আটকদের ‘প্রতিরোধমূলক ব্যবস্থার’ ধারায় নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।