ফের মেয়র হলেন বিএনপি নেতা মধু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৮ নভেম্বর ২০২১

শ্রীমঙ্গল পৌরসভায় নৌকার প্রার্থীকে হারিয়ে ফের মেয়র নির্বাচিত হয়েছেন মহসিন মিয়া মধু।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে বিএনপি নেতা মহসিন মিয়া মধু পেয়েছেন পাঁচ হাজার ৯৮৯ ভোট।তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনসুরুল হক পেয়েছেন পাঁচ হাজার ৫৩২ ভোট।

এ পৌরসভায় প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র প্রার্থী হলেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র স্বতন্ত্রপ্রার্থী মহসিন মিয়া মধু, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মনসুরুল হক ও আরেক স্বতন্ত্রপ্রার্থী মো. আছাদ উদ্দিন আহমদ।

এর আগে ২০১১ সালের ১৮ জানুয়ারি শ্রীমঙ্গল পৌরসভায় নির্বাচন হলেও নানা জটিলতায় এরপর আর কোনো নির্বাচন হয়নি। একই বছরের ২২ ফেব্রুয়ারি শপথ নেন মহসিন মিয়া মধু। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ওই পরিষদের মেয়াদ শেষ হয়।

আব্দুল আজিজ মৌলভীবাজার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।