মানিকগঞ্জে নৌকার জয়জয়কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:১১ এএম, ২৯ নভেম্বর ২০২১

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলায় নৌকা প্রার্থীদের জয়জয়কার। ১০টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। দুটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

তবে ১০টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রোববার (২৮ নভেম্বর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন ইউপি নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন, নবগ্রাম ইউনিয়নের গাজী হাসান আল মেহেদি সুহাস (নৌকা), দিঘী ইউনিয়নে আখতার উদ্দিন আহমেদ রাজা (বিদ্রোহী), পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা), হাটিপাড়া ইউনিয়নে মো. গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে সেলিম হোসেন বিপ্লব (নৌকা), আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা), বেতিলা-মিতরা ইউনিয়নে আসমত আলী (বিদ্রোহী)।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।