ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) সভাপতি, আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিটেডের কর্ণধার সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের পর রাতেই তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়েছে।

গ্রেফতার সিদ্দিকুর রহমানের বড় ভাই ও ফরিদপুর পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল জলিল শেখ জাগো নিউজকে বলেন, রাত ১টার দিকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে সিদ্দিকুরকে আটক করে ফরিদপুরে নিয়ে আসা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর ফরিদপুর চেম্বার অব কমার্সের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সিদ্দিকুর রহমান।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান জানান, একটি চাঁদাবাজির মামলায় সিদ্দিকুর রহমানকে রাজধানী থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।