নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ৪ মোটরসাইকেল ভাঙচুর
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় নৌকা সমর্থকদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইউনিয়নের টিয়াখালী গ্রামের পূজাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত নৌকার সমর্থক নজরুলকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মশিউর রহমনার শিমু অভিযোগ করে বলেন, আমার সমর্থকরা টিয়াখালী ও আমতলী বর্ডার এলাকার আকন বাড়ি সংলগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল এ সময় আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লা ও তার সমর্থকরা আমার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমাদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পাল্টা অভিযোগ করে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লা জাগো নিউজকে বলেন, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আমি ওই বাড়িতে অবস্থান করি। হঠাৎ করে নৌকার সমর্থকরা ২৫টি মোটরসাইকেল নিয়ে আমিসহ আমার সমর্থকদের ওপর হামলা চালায়। আমি নিজের জীবন বাঁচাতে একটি বাড়িতে আশ্রয় নেই। ওই বাড়ির নারীরা নৌকার সমর্থকদের প্রতিহত করেন। আমার চার-পাঁচজন সমর্থকও আহত হয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ মৌখিক অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম