নামাজ শেষে বাড়ি ফেরা হলো না আব্দুল কাদেরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল কাদের বেপারী

নামাজ শেষ করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ আব্দুল কাদের বেপারীর (৭৫)। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে নসিমনের চাপায় তার মৃত্যু হয়।

চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের বেপারী ভাটিয়ালপুরের বাসিন্দা এবং ভাটিয়ালপুর বাজার ব্যবসায়ী মহসিনের বাবা।

ভাটিয়ালপুর জামে মসজিদের ইমাম আলমগীর হোসেন জানান, আবদুল কাদির বেপারী মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। ভাটিয়ালপুর বাজারের উত্তর পাশে জামে মসজিদের সামনে একটি সিমেন্টের পিলার ভর্তি নসিমন তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় এবং কোমরে গুরুতর আঘাত পান। পরে অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন বলেন, এ ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।