প্রবাসীর মোটরসাইকেল চুরি, দুই মেম্বার প্রার্থী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
চুরির মামলায় গ্রেফতার দুই মেম্বার প্রার্থী

মোটরসাইকেল চুরির মামলায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই মেম্বার প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- কেদারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাশার পাইক (৫০) ও কেদারপুর ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতাহার খান (৫২)।

খোঁজ নিয়ে জানা যায়, কেদারপুরের বাসিন্দা ইতালি প্রবাসী মো. মুরাদ মাদবর ১২ ডিসেম্বর বিকেল পৌনে ৩টার দিকে বাজারে একটি হোটেলের সামনের সড়কে পাশে তার মোটরসাইকেল রেখে কাজে যান। অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ১৩ ডিসেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে মুরাদ বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা করেন। এক ঘণ্টার মধ্যে নড়িয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেম্বার প্রার্থী বাশার পাইক ও আতাহার খানকে গ্রেফতার করে। এ সময় বাশার পাইকের কাছ থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার আলী জাগো নিউজকে বলেন, মামলার ভিত্তিতে মোটরসাইকেল চোরচক্রের দুজনকে গ্রেফতার করেছি। তাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নড়িয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পঞ্চম ধাপে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় ২৭ নভেম্বর। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ছিল। ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ জানুয়ারি এসব ইউনিয়নে ভোট গ্রহণ করার কথা রয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে আতাহার খান ও বাশার পাইক মেম্বার প্রার্থী হিসেবে বৈধতা পান।

মো. ছগির হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।