সেনবাগে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, আহত ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর সেনবাগে ওয়েল্ডিং মেশিনের আগুনে চার দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে নয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সবুজ ( ৪০), এয়াকুব (২৯), শাহাদাত (২৫), মেহেদী (১৮), মিরাজ (১৭), জাবেদ (৩২), কাউসার (৩৫), হাসান (২২), স্বপ্না (১৬), সুমন (৩০) ও জীবন (১৫)। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রতন রায় জানান, সন্ধ্যার দিকে ব্যবসায়ী হারুনের দোকানে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় স্ফুলিঙ্গ থেকে পাশে থাকা ডিজেল-অকটেনে গিয়ে পড়লে দ্রুত আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন পার্শ্ববর্তী আবদুল হক টেইলার্স ও একটি কবুতরের দোকানসহ আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।

এসময় আগুন নেভাতে দিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নয়জন গুরুতর আহত হন। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। ছুটোছুটি করেও অনেকে আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের মাত্রা ছিল ভয়াবহ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।