ধুমধামে হচ্ছিল বাল্যবিয়ে, বর-কনেপক্ষের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২১

নোয়াখালী কোম্পানীগঞ্জে ধুমধাম করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ছামিউল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৩টায় বিয়ের আসরে উপস্থিত হই। সেখানে কনের বয়স সম্পর্কে জিজ্ঞেস করলে ভ্রাম্যমাণ আদালতকে ভুল তথ্য দেন তারা। জন্মসনদ দেখতে চাইলে তাতে গড়িমসি করেন। পরে জন্মসনদে দেখা যায়, কনের জন্ম ১৮ মার্চ ২০০৫। কনের বয়স ১৬ বছর নয় মাস ছয় দিন।

জ্ঞাতসারে বাল্যবিয়ের আয়োজন করায় কনেপক্ষকে ও জেনেশুনে বাল্যবিয়ে করতে আসায় বরপক্ষকে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত এ বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।

ইকবাল হোসেন মজনু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।