বিজয় র‌্যালির ট্রাক থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২১
নিহত শিশু মেহরাজ উদ্দিন

নোয়াখালী সদর উপজেলায় বিজয় র‌্যালি করার সময় ট্রাক থেকে পড়ে মেহরাজ উদ্দিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহরাজ ওই ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি আরব প্রবাসী মোহন পাটওয়ারীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে তার মরদহে দাফন করা হয়েছে। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, চরমটুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর আয়োজিত বিজয় র‌্যালির চলন্ত ট্রাকের ডালা খুলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।