‘ভাত চাই না, বাঁধ চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

‘ভাত চাই না, বাঁধ চাই; ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই; আশ্বাস নয়, বাস্তবায়ন চাই; ভিটে-মাটি নিয়ে বাঁচতে চাই’ স্লোগানে ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়ের রঞ্জন ছৈয়ালেরকান্দি এলাকা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের রঞ্জন ছৈয়ালেরকান্দিতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ভাঙনকবলিত মানুষ।

মানববন্ধনে আমিনুল ইসলাম সেন্টু ছৈয়াল, লুৎফর রহমান খলিফা, চাঁন মিয়া সিকদার, মেম্বার করিম মাদবর, আবুল কালাম ছৈয়াল, জলিল ছৈয়াল, আনোয়ার ছৈয়াল, ইকবাল মাঝি, নুরুল হক ছৈয়াল, সেলিম ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে উপজেলার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

jagonews24

রঞ্জন ছৈয়ালেরকান্দি গ্রামের বাসিন্দা চাঁন মিয়া সিকদার বলেন, গেল তিন বছরে আমার ১০০ বিঘা বসতবাড়ি ও জমি নদীগর্ভে চলে গেছে। সব হারিয়ে পথে বসেছি আমি। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের কাছে দাবি আগামী বর্ষার আগে যেন টেকসই বাঁধ নির্মাণ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত তিন বছরে পদ্মা সেতুর জাজিরা থেকে নড়িয়া বেড়িবাঁধ পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকায় সহস্রাধিক পরিবারের বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদরাসা, স্কুলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান নদীর গর্ভে চলে গেছে।

এ ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, পদ্মা সেতুর জিরো পয়েন্ট থেকে নড়িয়া বেড়িবাঁধ পর্যন্ত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। নির্দেশ পেলে বাঁধের কাজ শুরু করা হবে।

মো. ছগির হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।