স্বামী নিখোঁজ হওয়ার শোকে স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজ স্বামীর শোক সইতে না পেরে মর্জিনা খাতুন (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাচ্চু শেখ (৫৫) পাশের উলিপুর গ্রামের একটি পুকুর রক্ষণাবেক্ষণের (পাহাদার) কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর রাতে পুকুরে পাহারা দিতে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

এদিকে স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্বজনরা জানান।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, নিখোঁজের সন্ধানে চেষ্টা করছে পুলিশ। তার স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন। আজ দুপুরে তার মৃত্যু হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।