দালালের খপ্পরে ভাসানচর থেকে পালানো রোহিঙ্গা নারীর মৃত্যু
নোয়াখালীর সূবর্ণচরে সেতারা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই রোহিঙ্গা নারী কিছুদিন ধরে অসুস্থ। এরমধ্যেই দালাল চক্রের খপ্পরে পড়ে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসেন। সূবর্ণচর এসে দালাল তাদের ফেলে পালিয়ে যায়। এসময় শীতে অসুস্থ রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।
সেতারা বেগম ভাসানচরের ১০ নম্বর ক্লাস্টারের ১৩ নম্বর কক্ষের বাসিন্দা ছিলেন। তিনি বিধবা। এ ঘটনায় সেতারা বেগমের মা নুর বাহারকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তরিক খন্দকার রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খবরর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও তার মাকে হেফাজতে নেয়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরে নোয়াখালী পৌরসভার মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া নিহতের মা নুর বাহারকে ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
সেতারার মা নুর বাহার জানান, তার মেয়ে বেশ কয়েকদিন ভাসানচরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। দালালরা তাদের মোহাম্মদপুর ইউনিয়নে ফেলে রেখে চলে যায়। এ সময় ঠান্ডায় শারীরিকভাবে চরম অসুস্থ হয়ে তার মেয়ে মারা যান।
ইকবাল হোসেন মজনু/এএএইচ