নোয়াখালীর ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্র ‘খেলনা’ দাবি পুলিশের
নোয়াখালীতে মো. আকিব (২৫) নামে এক যুবকের অস্ত্রহাতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে অস্ত্রটি ‘খেলনা’ বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দাদপুরের ৮নং ওয়ার্ডের খলিপারহাট এলাকার আমিনের ছেলে মো. আকিবের ফেসবুক পোস্টে অস্ত্রহাতে ছবি ভাইরাল হয়। পরে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে ছবির সেই ‘খেলনা’ অস্ত্রটি জব্দ করেছে।
স্থানীয় সূত্র জানায়, দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর কর্মী মো. আকিব ফেসবুকে অস্ত্রহাতে ছবি দিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জাগো নিউজকে বলেন, উদ্ধারের পর অস্ত্রটি খেলনা বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে অভিযুক্ত আকিবকে আটক করা যায়নি।
এদিকে দাদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান শিপন আকিবকে ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দেলুকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।
আগামী ২৬ ডিসেম্বর দাদপুর ইউনিয়নসহ নোয়াখালী সদর উপজেলার ৯ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম