গৃহবধূর চুল-ভ্রু কেটে নির্যাতন: স্বামীসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
পাশে নির্যাতনের শিকার গৃহবধূ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্যাতন করে গৃহবধূর চুল এবং ভ্রু কেটে দেওয়ার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকার সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-স্বামী মেহেদি হাসান সুজন (৪৩), সুজনের ভাই সুমন (৩৫) ও মা ময়না বেগম (৫৫)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান।

র‌্যাব জানায়, নির্যাতনের শিকার গৃহবধূ গুলনাহার পারভিন মিনুর (৩০) সঙ্গে ১৫ বছর আগে সুজনের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। সুজন পেশায় একজন গার্মেন্টসকর্মী। চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। গত ৩ ডিসেম্বর পরিবারসহ গ্রামের বাড়ি শাহজাদপুরে বেড়াতে আসেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিয়ের পর থেকেই বিভিন্নভাবে স্বামীর সংসারে নির্যাতিত হয়ে আসছিলেন মিনু। সবশেষ গত ১৫ ডিসেম্বর স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। এরই জেরে তাকে অমানবিক নির্যাতন করে চুল এবং ভ্রু কেটে দেওয়া হয়। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা করে মিনুর পরিবার। মামলায় ১২ জনকে আসামি করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে শাহজাদপুর এবং ঢাকার সাভার থেকে তিনজনকে গ্রেফতার করে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।