মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক (মির্জাপুর) টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত নারীর কপালে সিদুর ছিল। ট্রেনে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

মির্জাপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, দুপুরে জামালপুর একপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এস এম এরশাদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।