গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত দম্পতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

যশোরে গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত দম্পতিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ডিসেম্বর) ভোরের দিকে শহরের রেল রোডে ফুট গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-কৃষি ব্যাংকের সাবেক অডিট অফিসার মুস্তাফিজুর রহমান (৬৪) ও তার স্ত্রী চারমিনা খানম (৪২)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমান জানান, তিনি তার বসতবাড়ির দ্বিতীয় তলায় স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের দক্ষিণ পাশের গাছ বেয়ে ওঠে বাসার গ্রিল কেটে ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় তার বুক, পেট, ঘাড়, তলপেট ও পিঠে আটটি ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রী ঠেকাতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

মিলন রহমান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।