ব্রাহ্মণবাড়িয়ায় ভোট চলাকালে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইউনিয়নে খোড়েহাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে শান্তিপূর্ণভাবে চলে। বিকেল ৩টার দিকে ভোট দেওয়া নিয়ে ইউপি মেম্বার প্রার্থী হাবিবুর রহমান (মোরগ) ও বাছির মিয়ার (আপেল) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক নারীসহ পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে জামাল (২৮) ও ফারুক (৪০) নামের দুজনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভোটকেন্দ্রে আতংক ছড়িয়ে পড়লে প্রায় আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিজিবি, র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে আসেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের ভোটগ্রহণ শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জাগো নিউজকে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. মমিন মিয়া জাগো নিউজকে বলেন, মেম্বার সমর্থকদের সংঘর্ষে ভোটাররা কিছুক্ষণ কেন্দ্রের বাইরে ছিল। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ফের ভোটগ্রহণ চলে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।