ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ও সুন্দলপুরের চেয়ারম্যান প্রার্থীদের তিনটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সম্বলিত সিল ও হাতে লেখা পাওয়া গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) ভোট গণনা শেষে ব্যালট তিনটির ছবি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়।

এতে দেখা যায়, নরোত্তমপুরের একটি ব্যালটে কবিরহাট উপজেলা ছাত্রদলের পক্ষে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, আরেকাটিতে ‘বেগম জিয়ার মুক্তি চাই’ লেখা রয়েছে। অন্যদিক সুন্দরপুরের একটি ব্যালটেও একই কথা লেখা ছিল।

jagonews24

কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভোটের বাক্সে এ ধরনের কোনো ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন। অতি উৎসাহী বা আবেগী কোনো নেতাকর্মী এ কাজ করেছে বলে মনে হয়। এর আগেও কয়েকটি নির্বাচনে এমন ঘটনা ঘটেছে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।