‘প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এমন কোনো নিয়ম নেই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম (ইনসেটে)

সরকারি কার্যালয় হলেই যে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এমন কোনো সাংবিধানিক বা রাষ্ট্রীয় নিয়ম নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম। তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার কারণ হিসেবে একথা বলেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিজয়ের মাসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না—এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার কার্যালয়ে গেলে এর সত্যতা মেলে। কার্যালয়ে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয় না জানতে চাইলে তখন তিনি একথা বলেন।

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘এটা সরকারি কার্যালয় হলেও এখানে শুধু বিশেষ দিনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম। প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে সাংবিধানিক এমন কোনো নিয়ম নেই। সংবিধানে বলা আছে শুধু বিশেষ দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।’

jagonews24ইউএনওর নির্দেশে পতাকা তুলছেন অফিসের স্টাফরা

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। উনি কেন একথা বলেছেন এবং কেন পতাকা তোলেন না সেটা জানি না। তবে নিঃসন্দেহে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, ‘উপজেলা পরিষদের ভেতরে তার কার্যালয় হলে উপজেলা প্রশাসনের উত্তোলন করা জাতীয় পতাকাতেই চলতো। তবে উপজেলা পরিষদের বাইরের প্রতিটি সরকারি কার্যালয়ে নিজ নিজ দায়িত্বে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তিনি বিষয়টি জানেন না হয়তো। তবে আমি তাকে এখনই বিষয়টি জানাচ্ছি ও পতাকা উত্তোলন করার নির্দেশ দিচ্ছি।’

এ বিষয়ে কথা হলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার প্রথমে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য সময় নেন। এরপর তিনি বলেন, ‘আমি বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি পতাকা তোলেননি বলে স্বীকার করেছেন। আমি তাকে পরবর্তী সময়ে এমন ভুল না করার জন্য সতর্ক করেছি।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।