সিরাজগঞ্জে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চায়না বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার কামারখন্দ উপজেলার আলোকদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চায়না বেগম (৬০) বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের মো. সবুর তালুকদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, চায়না বেগম মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে কিছুটা দূরেই তার বোনের বাড়ি হওয়ায় সেখানে বেড়াতে যাওয়ার পথে আলোকদিয়ার রেললাইনে পৌঁছায়। রেললাইন পার হওয়ার সময় রাজশাহী হইতে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টায় রেল লাইন পার হওয়ার সময় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এএইচ/এএসএম